Listen to Bazar Gorom (feat. Siam Hawlader, Mr Rizan, Rakib Hassan Hypernation, Yeah shah aamin ale & Independent Manam) by Aly Hasan

Bazar Gorom (feat. Siam Hawlader, Mr Rizan, Rakib Hassan Hypernation, Yeah shah aamin ale & Independent Manam)

Aly Hasan

Hip-Hop/Rap

4,443 Shazams

Lyrics

আইজকা তোর মায় খাইছে আমারে চাইল-ডাইল, নুন-তেল নাই কা সংসারে মাছ-গোস্ত হইবো না ৫০০-হাজারে যাই দেখি বাপে-পুতে মিল্লা বাজারে আইজকা তোর মায় খাইছে আমারে চাইল-ডাইল, নুন-তেল নাই কা সংসারে মাছ-গোস্ত হইবো না ৫০০-হাজারে চল যাই বাপে-পুতে মিল্লা বাজারে ভালো আছেন ভাই? বাড়ির সবাই আছে কীরকম? দোয়া করছো যেরকম, রাখছে আল্লাহ হেরকম বেতন পাই যে সেরকম, ভাবতাছে উনি যে কয় টাকা বেতন পাই, সবই ছিনিমিনি এক মাসের বাজার সদাই একেবারে কিনি আটা-ময়দা-চিনি, খালি এই টেকাডাই ঋণী Very good, very good আরেকজন কয়, "Very good," আমরা মিয়া suit-boot লাগাইয়া Robin Hood, হুতাশে ফাল দিছি, পিছে নাই গা parachute বুঝছি ভাই আমিও, দিন আনি, দিন খাই শরীল স্বাস্থ্য দেইখা মানুষ মনে করে পিনিক খাই এক কেজি তেল দেন, পাঁচ কেজি চাইল ৫০০ টাকা শেষ, লগে আধা কেজি ডাইল পূরণ করতে পারুম না তো বাজারের যেই file আবার বাসায় গিয়া শুনুম আপনার ভাবির মুখে গাইল ওই, সইরা খাড়া, সরু, গরু আইতাছে, গরু কী কইতেছেন, ধুরু! নাটক না ঢুকতেই শুরু! এক কেজি গরুর মাংসের দাম যদি হয় ৯০০ খিলাল মাইরাও ফালাইবো না দাঁতের চিপার মাংস তারপরও তো মোটামুটি মানুষ লইছে জমাইয়া আধা কেজি মাংস দিবেন হাড্ডি-মাড্ডি কমাইয়া সময় লাগবো, wait কর, না পারলে মরাধরা খুইজা আইনা fight কর দেখতাছোস না serial-এ মানুষ রইছে খাড়াইয়া আধা কেজি মাংস নিতে দশ জন আইছে পাড়াইয়া কোনো লাভ নাই খাড়াইয়া, হাঁস নাইলে মুরগী জলদি কন কার কী, लड़का নাকি लड़की? সরকারী চাকরি যাগো, তারাই খাইবো turkey ফারাম কেজি? ২০০ দেশি নিলে? ৬০০ হাঁসের জোড়া? ১২০০ যার লাগবো সে আসো পকেটে টেকা আছে আর মাত্র ৫০০, বাবা গরু-মুরগীর দাম বেশি, আজকে সবাই মাছ খাবা চিংড়ি-মিংরি, রুই-টুই, বোয়াল না কি কাতলা? শিং মাছ নিয়া ভাবীরে ঝোল রানতে কন পাতলা ইলিশ আছে, দিয়া দেই? কালকে আবার বৈশাখ ভাব-সাব দেইখা আমগো মনে হয় কি লাটসাব? গরীব মাইনষের বৈশাখ, ইলিশ মাছ না, পুঁইশাক সিলভার কার্প, না তেলাপিয়া? আমারে দেন পাঙ্গাস, মিয়া এই মাছ ধরতেও ঘিন লাগে হাত দিয়া দেখছেন কী কয়? হাহ, হের লাগে ঘিনা! বাজারের সব জিনিষই স্বর্ণের দামে কিনা হ, ঘু খায় সব মাছে, color খায় পাঙ্গাসে ডিম পাড়ে মুরগী আর ব্যথা পায় রাজাহাঁসে দুঃখ কমু কার কাছে? টেকা নাই কা হাজার হাজার চলো বাবা, যাইয়া দেখি কী অবস্থা কাঁচা বাজার ওই মিয়া, হাত দিবেন না, মরিচের কেজি এক হাজার দেখতেছেন না মরিচ guard দিতে রাখছি bodyguard এইডা আবার কুন part? আলিফ লায়লার সিনবাদ? যেইডা ধরুম stock করুম, তয়-তরকারি জিন্দাবাদ ৮০ টেকার বেগুন, বেগুনের অনেক গুণ বেগুন লইয়া হইছে খুন, আমারে দেন ধুন্দুল পটল লন, কই লন, লাউ নাইলে কদু তোর মুখে অনেক মধু, লাউ আর কদু, বউ আর বধূ দুনোডাই তো একই কথা, কী বুঝাস তুই, চদু? Syndicate কইরা, হুজুর, অসাধুরা করলো ক্ষতি মূলা খাইয়া নাকে তুলা দেওয়া ছাড়া নাই কা গতি জিনিসের দাম ঊর্ধ্বগতি, খাইতাছি তাই কচুর লতি তারপরও ভালো আছি, কইরা খাই ইমামতি কথা সত্য, কথা খাঁটি, আগুন লাগছে বাজারে থাকলে কিছু দিয়েন, বাবা, দোহাই লেংটার মাজারে এই যে, বাবা, নেন, এই দানের বিনিময় বরকত বাড়ায় দেন আল্লাহ, রিযিক বাড়ায় দেন, আল্লাহ, হায়াত বাড়ায় দেন দেশটা সোনা-রূপার পানি দিয়া ধুইয়া মুইছা দেন লাগলে আর দুই টেকা নেন, দোয়া মনের থেইকা দেন নিজেই চালাই ভ্যান, কেমনে মাইনষেরে দিম জ্ঞান? লাগলে আর দুই টেকা নেন, দোয়া মনের থেইকা দেন আইজকা তোর মায় খাইছে আমারে চাইল-ডাইল, নুন-তেল নাই কা সংসারে মাছ-গোস্ত হইবো না ৫০০-হাজারে যাই দেখি বাপে-পুতে মিল্লা বাজারে আইজকা তোর মায় খাইছে আমারে চাইল-ডাইল, নুন-তেল নাই কা সংসারে মাছ-গোস্ত হইবো না ৫০০-হাজারে চল যাই বাপে-পুতে মিল্লা বাজারে
Writer(s): Aly Hasan, Aly Sumon Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out