Lyrics

ধিন তারা তেরে তেরে না না পেরোতে চাহি সীমানা ধিন তারা তেরে রে না না মনেতে স্বপ্ন ঝিলমিল ভোকাট্টা তোর ঘুড়ি আর কান্না থামায় কে বলতিস দিদি চল না যায় ঘুড়ি কিনতে যত রঙিন স্বপ্ন উড়ত আকাশ ছুঁতে চাইত তাই তো যত নীল আজ আমার স্বপ্ন সুরে ছন্দে কথায় ডানা মেললেই যত মুশকিল ধিন তারা তেরে তেরে না না পেরোতে চাহি সীমানা ধিন তারা তেরে রে না না মনেতে স্বপ্ন ঝিলমিল দোলের দুপুরে আঁকা রামধনু গায় খুশির স্বপ্ন ভাসে চোখের পাতায় চোখের পাতায় রঙমশালের মতো স্মৃতির কহন আজও ফিরে পেতে চায় ছেলেবেলার মন, ছেলেবেলার মন ঝগড়া থেকে আড়ি বল ভাব করাত কে? বলতিস রাগ কমলে দিদি ক্ষম করে দে যত রঙিন স্বপ্ন উড়ত আকাশ ছুঁতে চাইত তাই তো যত নীল আজ আমার স্বপ্ন সুরে ছন্দে কথায় ডানা মেললেই যত মুশকিল ধিন তারা তেরে তেরে না না পেরোতে চাহি সীমানা ধিন তারা তেরে রে না না মনেতে স্বপ্ন ঝিলমিল তোর জন্য রাখি আর ভাইফোঁটার টিপ ছেলেবেলার আকাশজুড়ে স্বপ্ন প্রদীপ স্বপ্ন প্রদীপ এখনও বাতাসে ভাসে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপুরটুপুর নদে এল বান, নদে এল বান ঝিরঝির বৃষ্টিতে তোকে বলতাম গল্প সাতভাই চম্পা আর পারুলের সম্পর্ক যত রঙিন স্বপ্ন উড়ত আকাশ ছুঁতে চাইত তাই তো যত নীল আজ আমার স্বপ্ন সুরে ছন্দে কথায় ডানা মেললেই যত মুশকিল ধিন তারা তেরে তেরে না না পেরোতে চাহি সীমানা ধিন তারা তেরে রে না না মনেতে স্বপ্ন ঝিলমিল
Writer(s): Tapan Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out