Music Video

Abhaga Jedike Chay | Bhalobasha Bhalobasha | Bengali Movie Song | Shibaji Chatterjee
Watch {trackName} music video by {artistName}

Featured In

Credits

PERFORMING ARTISTS
Sivaji Chatterjee
Sivaji Chatterjee
Performer
COMPOSITION & LYRICS
Hemanta Mukherjee
Hemanta Mukherjee
Composer
Pulak Banerjee
Pulak Banerjee
Songwriter

Lyrics

অভাগা যেদিকে চায় সাগর শুকায়ে যায় হায় যে নিয়তির কি খেলা আগমনী গান তার গেয়ে ওঠে যতবার ততবারই হয়ে যায় বিজয়া এক দেশে এক ছিল আমার মতো অভাগা জগতে তার কেউ ছিলনা, ছিল শুধু মা বাবা যে তার নিখোঁজ হয়ে গেল কোথায় চলে ছেলে তখন জন্ম নিয়ে আছে মায়ের কোলে একটু বড়ো হয়ে ছেলে শুধায় যে তার মাকে "বাবা কোথায় আছে বলো, আনবো ডেকে তাকে" শুনে মায়ের নয়ন দু'টি করে ছলছল অবুঝ ছেলে কয় যে তারে, "বলো মাগো বলো" অনেক দ্বিধা অনেক বাধা কাটিয়ে বলে মা "বাবা যে তোর হারিয়ে গেছে, আর তো পাবি না" বিয়ের পরে দূর দেশেতে গিয়েছিল চলে "ফিরে এসে রাখবো সুখে," গিয়েছিলো বলে নিয়ে গেল এ অভাগিনীর যা কিছু সব ছিল দুখের মাঝে গেল ফেলে, আর না ফিরে এলো শুনে ছেলে বলে মাকে, "ভেবোনা গো মা" "আমি যখন বড়ো হব, দুঃখ রবে না" "আমার মাথায় রেখো তোমার আশীর্বাদের হাত" "আসুক বাধা, আসুক বিপদ, সইব সব আঘাত" মা হেসে কয়, "তুই বিনে আর কে আছে মোর ওরে" "আমার যত স্বপন দিলাম তোর দু'চোখে ভরে" "দিলাম আমার বুকের সুধা, দিলাম আমার গান" "বড়ো হয়ে মানুষ হয়ে রাখিস আমার মান" ভরা সুখের পূর্ণিমাতে আলো যখন ঘর কেউ দেখেনি আকাশ জুড়ে উঠলো কখন ঝড় সুখের বাসা পলকেতে হলো যে ছারখার মরণ রোগে ধরলো মাকে, বাঁচবে না তো আর শুনে পাগলপারা ছেলে বলে, "না-না-না" "আমায় ছেড়ে তুমি মাগো কোথাও যাবে না" মা কেঁদে কয়, "একটি কথা বলবো যে আজ ওরে" "যে কথাটি এত বছর লুকিয়েছিলাম তোরে" "শোন রে বাছা, শোন রে বাছা, শোন রে বাছা মোর" "হারায়নি তো, আজও আছে বেঁচে বাবা তোর" আকুল হয়ে ছেলে বলে, "যাবোই বাবার কাছে" "বলতে হবে তোমাকে আজ বাবা কোথায় আছে" চোখের জলে মা যে বলে, "দূর শহরের দেশে" "মোদের ছেড়ে একটি নূতন ঘর বেঁধেছে সে" "লক্ষ্মী যে তার হাতের মুঠোয় কেমন করে তার" "থাকবে মনে দুয়োরানীর দুখের সংসার" দেখা পেলে বলিস তারে শুধুই একটিবার দেখতে আমি চাই যে তাকে, চাইনা কিছুই আর শেষ দেখা সেই ছবিখানি ধরে রেখে বুকে দুখিনী এ দুয়োরানী মরবে অনেক সুখে ছুটে গেল ছেলে তখন দূর সে শহরে ফেরাতে তার সেই বাবাকে একটিবারের তরে রাজপ্রাসাদের মতো বাড়ি দেখেই সে থমকালো তবু পায়ে পায়ে পথ পেরিয়ে বাবার কাছে গেল বাবার কাছে ধরলো তুলে ছেলের পরিচয় "বাবা তুমি, ছেলে আমি, মিথ্যে এ তো নয়" শুনে বাবার চোখ দু'খানি উঠল রাগে জ্বলে চেঁচিয়ে উঠে বললো, "কে তুই যা এখনই চলে" বললো ছেলে জড়িয়ে ধরে বাবার দু'টি পা "দেখতে শুধু চাইছে তোমায় একটিবার মা" দারোয়ানকে ডেকে বাবা ধাক্কা দিয়ে ঘাড়ে বললো, "তুমি দিও না আগুন সুখের এ সংসারে" "জেনে রাখো কে তুমি, আর কে যে তোমার মা" "আমি সাতজন্মেও তোমাদের তো কাউকে চিনি না" ফিরল ছেলে বুকের জ্বালা লুকিয়ে বুকেতে দেখেই তাকে মা শুধালো, "আসবে কবে সে?" যে ছেলেটি মিছে কথা কয়নি কোনোদিনও বললো, "মাগো ক'দিন পরে আসবে বাবা জেনো" একদিন যায়, দুদিন যায়, মায়ের চোখে আঁধার ঘনায়, শুধায় মা বারবার "দিন যে গেল, বল না সেজন ফিরবে কবে আর?" "ফিরবে কবে আর? ফিরবে কবে আর?" চলে গেল মা মায়ের আশা এ জীবনে পূর্ণ হলোনা আবার যদি কোথাও দেখা হয় গো বাবার সাথে চাইবে ছেলে তাকে ক'টি প্রশ্ন জানাতে জানবে ছেলে দুঃখী মায়ের কী অপরাধ ছিল পেল না যে কোনো কিছুই শুধুই দিয়ে গেল এমন কী দোষ করলো বলো সেই সে ছেলেটি? জানলো না যে সারাজীবন বাবার স্নেহ কী দেখা পেলেই যার বিজয়ারই সুর বাজে বুকেতে বারবার বিজয়ারই সুর বাজে বুকেতে বারবার
Writer(s): Pulak Banerjee, Hemant Kumar Mukherjee Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out