Lyrics

আমি তোমার মুখের মতো চাঁদ দেখি ওই তোমার চুলের মতো কালো আকাশে তোমার চুলের মতো কালো আকাশে আমার মনের সোনা গলানো রঙে শিল্পীর তুলি দিয়ে যেন আকাশে কোন শিল্পীর তুলি দিয়ে যেন আকাশে আমি তোমার মুখের মতো চাঁদ দেখি ওই তোমার চুলের মতো কালো আকাশে তোমার চুলের মতো কালো আকাশে ওই কালো আকাশের তারায় তারায় মোর দু'টি আঁখিতারা আপন হারায় ওই কালো আকাশের তারায় তারায় মোর দু'টি আঁখিতারা আপন হারায় কত যে রঙিন স্মৃতি ফুল হয়ে ফুটে ওঠে কত যে রঙিন স্মৃতি ফুল হয়ে ফুটে ওঠে আমার মনের বুকে সবুজ ঘাসে আমি তোমার মুখের মতো চাঁদ দেখি ওই তোমার চুলের মতো কালো আকাশে তোমার চুলের মতো কালো আকাশে একই চাঁদ দেখিতেছে তোমায় আমায় একই চাঁদ দেখিতেছি মোরা দু'জনায় একই চাঁদ দেখিতেছে তোমায় আমায় ওই একই চাঁদ দেখিতেছি মোরা দু'জনায় তাই তুমি কাছে নাই তবু মনে হয় তুমি কাছে নাই তবু মনে হয় রয়েছো বসিয়া আমারই পাশে আমি তোমার মুখের মতো চাঁদ দেখি ওই তোমার চুলের মতো কালো আকাশে তোমার চুলের মতো কালো আকাশে আমার মনের সোনা গলানো রঙে শিল্পীর তুলি দিয়ে যেন আকাশে কোন শিল্পীর তুলি দিয়ে যেন আকাশে আমি তোমার মুখের মতো চাঁদ দেখি ওই তোমার চুলের মতো কালো আকাশে তোমার চুলের মতো কালো আকাশে
Writer(s): A.k.b, Anup Ghosal Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out