Featured In

Credits

PERFORMING ARTISTS
Lopamudra Mitra
Lopamudra Mitra
Performer
COMPOSITION & LYRICS
Jibananda Das
Jibananda Das
Songwriter

Lyrics

লোপামুদ্রা মিত্র, বাংলা গানের চিত্রটাকে দেখছি তো বেশ পাল্টে দিচ্ছেন বিগত ক'বছর ধরে যে গানই গান সেটাই টানটান শুনতে সবার লাগছে ভালো, প্রাণটাও সবার যাচ্ছে ভরে সত্যি সত্যি যাকে নিয়ে প্রায় একটা মুদ্রার মতো লোফালুফি চলছে বাংলা গানে এই মুহুর্তে সেই অনন্য শিল্পী লোপামুদ্রা মিত্র এবং তিনি গানের বন্ধু- প্রকৃত মিত্র হিসেবেই নিজের পরিচয় রেখেছেন অনুরোধ করছি লোপামুদ্রা মিত্রকে মঞ্চে আসতে এখন থেকে বেশ কিছুক্ষণ স্বভূমি ভরে উঠুক লোপামুদ্রার গানে নমস্কার, নতুন বছরের শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন সকলে গ্রহণ করুন বছরের প্রথম দিনটিতে এরকম একটি গানের অনুষ্ঠান বাংলা গানের অনুষ্ঠান সংবাদ প্রতিদিন এবং আমাদের সারেগামা HSV দু'জনে মিলে আমাদের কাছে এনে দিয়েছে আমাদের এটি একটি বিশেষ ভালো লাগার জায়গা আমরা শুরু করবো জীবনানন্দ দাশের রূপসী বাংলার কবিতা 'আবার আসিবো ফিরে ধানসিঁড়িটির তীরে' দিয়ে সুর করেছেন অরিন্দম বন্দ্যোপাধ্যায় আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে- এই বাংলায় আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে- এই বাংলায় আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে- এই বাংলায় হয়তো মানুষ নয়- হয়তো শঙ্খচিল শালিখের বেশে আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে- এই বাংলায় হয়তো ভোরের কাক হয়ে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব, আসিব এ কাঁঠাল ছায়ায় আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে- এই বাংলায় হয়তো বা হাঁস হব, হাঁস হব কিশোরীর-ঘুঙুর রহিবে লাল পায় সারাদিন কেটে যাবে কলমীর গন্ধভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি ফিরে আবার আসিব আমি ফিরে বাংলার মাঠ ক্ষেত নদী ভালোবেসে জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার এই এ সবুজ করুণ ডাঙ্গায় আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে- এই বাংলায় হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো দেখিবে হয়তো শুনিবে এক লক্ষ্মীপেঁচা ডাকিতেছে শিমূলের ডালে হয়তো শুনিবে হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে ঘাসে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙ্গা বায় রাঙা মেঘ সাঁতরায় অন্ধকারে রাঙা মেঘ সাঁতরায় অন্ধকারে দেখিবে ধবল বক আসিতেছে নীড়ে আমারেই পাবে ইহাদের ভীড়ে এ সবুজ করুণ ডাঙ্গায় আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে- এই বাংলায় আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে- এই বাংলায় হয়তো মানুষ নয়- হয়তো শংখচিল শালিখের বেশে আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে- এই বাংলায় আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে- এই বাংলায়
Writer(s): Jibananda Das Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out